ফজলে রাব্বী সোহেল /বর্তমান বার্তা/ ০৮ ফেব্রুয়ারি ঃ কৃষ্ণপুরা সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির কার্যালয় উদ্ধোধন ও মৎস্য খামার পরিদর্র্শনে এসে গতকাল সোনারগাঁ উপজলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা প্রধান অতিথির বক্তব্যে বলেন শুধু মৎস্য পশুপালন ও কৃষি বিভাগই নয় দেশের প্রতিটি উপজেলায় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সাধারণ মানুষের সেবা দেওয়ার জন্য নিয়োজিত রয়েছে। কোন বিভাগ থেকে কি সেবা দেয়া হচ্ছে তা আপনাদের জানতে হবে এবং তা গ্রহন করে নিজেদের সাবলম্বি হিসেবে গড়ে তুলতে হবে। কারণ এদেশের প্রতিটি মানুষই এদেশের সম্পদ। এ সম্পদ কাজে লাগাতে পারলেই দেশের উন্নয়ন সম্ভব এবং এদেশ উন্নত দেশে পরিনত হবে।
সমিতির সভাপতি মাহাবুব মামুন সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বার্ড সোনারগাঁ উপজেলার সহকারী পরিচালক পলাশ কুমার সাহা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এস এম আউয়াল হক, সোনারগাঁ পৌরসভার সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর জাহেদা আক্তার মনি। বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সোহেল, অর্থ-সম্পাদক দেলোয়া হোসেন স্বপন প্রমুখ।
পরে কৃষ্ণপুরা জামে মসজিদের ইমাম মাওলানা সোহেল মিলাদ ও দোয়া পরিচালনা করেন।

Post a Comment
Facebook Disqus