জেনেভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
কাজি রোমান / বার্তমান বার্তা ডট কম / ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ঃ সুইজারল্যান্ডে এই প্রথম বারের মত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। “ওয়ার্ল্ড বড়–য়া অর্গানাইজেশন” একটি জাতিসংঘের অনুমোদন প্রাপ্ত আন্তর্জাতিক সংগঠন। এ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠান সফল করার জন্য সুইজারল্যান্ডের জেনেভা কর্তৃপক্ষের অনুমতিক্রমে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে “ওয়ার্ল্ড বড়–য়া অর্গানাইজেশন” জেনেভার উদ্যোগে ব্যাপক অনুষ্ঠান মালার মাধ্যমে মহান ২১ ফেব্র“য়ারী ২০১৫ পালন করেন। উক্ত অনুষ্ঠানে দেশী, বিদেশী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপুল সংখ্যক নারী পুরুষ প্রবাসীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান মালার মধ্যে ছিল প্রভাত ফেরী, জাতিসংঘের সামনে প্রতীকি শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, শহীদদের আত্মার শান্তি কামনায় সমবেত প্রার্থনা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওয়ার্ল্ড বড়–য়া অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক সঞ্জয় রতন বড়–য়া। প্রথমবারের মত জেনেভায় আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন সফল করায় সংগঠনের সভাপতি বিশিষ্ট বৌদ্ধ নেতা সুবীর বড়–য়া (দীলিপ) সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। “ওয়ার্ল্ড বড়–য়া অর্গানাইজেশন” বহুদিন যাবৎ বাংলাদেশ সরকারের কাছে জাতিসংঘের সম্মুখে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ করার জন্য জোড় দাবী জানিয়ে আসছেন। সভায় বক্তারা, শুধু সুইজারল্যান্ড নয় প্রবাসের সকল স্থানে বাংলা ভাষাকে প্রাণের ভাষা হিসাবে প্রতিষ্ঠিত করতে সকলের প্রতি আহ্বান জানান।

Post a Comment

Disqus