Lisbon[1]কাজি রোমান /বার্তমান বার্তা ডট কম / ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ঃ পর্তুগালে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে একুশের প্রথম প্রহরে স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি লিসবনে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।  এতে লিসবনে স্থায়ী শহীদ মিনারে এই প্রথম পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পর্তুগালে অবস্থিত বাংলাদেশ হাইকমিকশনের রাষ্ট্রদুত ইমতিয়াজ আহম্মেদ এবং প্রেসিডেন্ট মারগারিটা মারটিনস শহীদদের স্মরণে ফুল দেয়ার মাধ্যমে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরে ভারতের রাষ্ট্রদুতসহ অন্যান্য দেশের কূটনৈতিক মহল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিমের নেতৃত্বে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকসহ নাম না জানা শহীদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা। পরে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ঐতিহাসিক মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার পর থেকে প্রতিবছর আন্তর্জাতিক পর্যায়ে দিবসটি পালিত হচ্ছে।’

Post a Comment

Disqus