কানাডা প্রতিনিধি/ বার্তমান বার্তা ডট কম / ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ঃ কানাডায় তিনটি শহীদ মিনার নির্মাণের প্রস্তুতি চলছে। এর মধ্যে একটি শহীদ মিনার হচ্ছে মন্ট্রিয়লের ভ্যানহর্ন পার্কে। বাংলাদেশ প্রেসক্লাব অব মন্ট্রিয়লের উদ্যোগে এটি নির্মিত হচ্ছে। রাষ্ট্রপতি আবদুল হামিদের এই শহীদ মিনার উদ্বোধন করার কথা রয়েছে।
বাকী দু’টি টরন্টোতে নির্মিত হচ্ছে বলে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার কামরুল আহসান জানিয়েছেন। এর একটি কনফেডারেশন পার্কে, অন্যটি টরন্টোর ড্যানফোর্থের ক্রিসেন্ট টাউন সংলগ্ন টেলর ক্রিক পার্কে নির্মাণ করা হবে। এই শহীদ মিনার নির্মাণে স্থানীয় এমপি ম্যাথিও কলওয়ে সহযোগিতা করছেন।
উল্লেখ্য, ভ্যাঙ্কুভারের বিয়ার ক্রিক পার্কে ২০০৯ সালের ১১ জুলাই ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ ‘লিঙ্গুয়া অ্যাকুয়া’ নামে জলের স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। এই ভ্যাঙ্কুভারে প্রয়াত রফিকুল ইসলাম আর আব্দুস সালামের উদ্যোগেই ২১ ফেব্রুয়ারিকে জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। আর কানাডার মন্ট্রিয়লেই শেষ নিশ্বাস ত্যাগ করেন কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান।

Post a Comment

Disqus