
"হ্যা, আমরা দেখেছি সে কি করতে পারে।"ইংল্যান্ডেরবিপক্ষে নিজের রেকর্ড ভেঙ্গে ১৮ বলে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যানকে নিয়েবিশেষ পরিকল্পনা আটছে অজিরা। তাই হ্যাজলউড বলেই ফেললেন, "সে কি করতে পারেতা দেখেছি। ইংল্যান্ডের বিরুদ্ধ ধ্বংসাত্মক ছিলো সে। তাকে নিয়ে পরিকল্পনাআছে আমাদের। আশা করছি আমাদের ক্ষেত্রে তার ক্ষয়-ক্ষতি করার পরিমাণ কমিয়েআনতে পারব আমরা।"অকল্যান্ডের ইডেন পার্কে শনিবার মুখোমুখি হবেবিশ্বকাপের আয়োজক দুই দেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।ম্যাচের আগে অজি পেসাররা ম্যাককালাম দুশ্চিন্তায় মগ্ন। তাই ম্যাককালামটর্নেডো থামানোর জন্য বাড়তি প্রস্তুতির কথা বললেন হ্যাজলউড। তিনি বলেন, "অবশ্যই একজন বিপজ্জনক খেলোয়াড় ম্যাককালাম। কিন্তু আশা করছি, ফিঞ্চি ওওয়ার্নারকে বল করার চেয়ে ভালো প্রস্তুতি আর হতে পারে না। তারা অনেকটাইম্যাককালামের মতো খেলোয়াড়।"অস্ট্রেলিয়া সম্পূর্ন তৈরি জানিয়েহ্যাজলউড বলেন, "প্রচুর অনুশীলন করেছি আমরা। ওদের সাথে লড়ার জন্যপ্রস্তুত।"
Post a Comment
Facebook Disqus