বর্তমান বার্তা ডট কম/ বিনোদন/ ২৭  ফেব্রুয়ারি/ রুপালিজগত ও অভিনয় দুটি থেকেই অনেকদিন দূরে সরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর।তবে দীর্ঘবিরতির পর অর্ধসমাপ্ত চলচ্চিত্র পাগল মানুষদিয়ে আবারও বড়পর্দায় ফিরছেন তিনি। বুধবার এই ছবির জন্য আবারও চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিলতার। কিন্তু হঠাৎ করেই শাবনূর
অসুস্থ হয়ে পড়ায় দু-একদিনের মধ্যে পাগলমানুষছবির চুক্তি হচ্ছে না বলে জানা গেছে। ২০১২ সালের ২৯ ডিসেম্বর 'পাগল মানুষ' ছবির শুটিংয়ের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ছবিরপরিচালক এম এম সরকার। ছবিতে নায়িকা হিসেবে ছিলেন শাবনূর। সেই দুর্ঘটনার পরছবির সব কাজ বন্ধ হয়ে যায়। তবে চার বছর পর আবার শুরু হচ্ছে ছবিটির কাজ। এমএম সরকারের ফেলে যাওয়া বাকি কাজের দায়িত্ব নিয়েছেন পরিচালক বদিউল আলমখোকন। তাই এ ছবির মাধ্যমে আবারও বিএফডিসিতে শুটিংয়ে দেখা যাবেশাবনূরকে।'পাগল মানুষ' ছবিতে শাবনুরের সাথে অভিনয় করছেন নায়ক শাহেন খান। মার্চের প্রথম সপ্তাহেই এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল।

Post a Comment

Disqus