কাজি রোমান  /বর্তমান বার্তা ডট কম / তথ্য - প্রযুক্তি / ২৭ ফেব্রুয়ারি/ জিমেইলেরপাশাপাশি ইনবক্স মেইল সেবা আনছে সার্চ জায়ান্ট গুগল। মার্চের শুরুতে সীমিতআকারে পরীক্ষামূলকভাবে অ্যাপটি চালু করা হবে। এক খবরে এ তথ্য জানিয়েছেভেঞ্চারবিট। এতে বলা হয়েছে, ব্যবহারকারীদের আগ্রহের ভিত্তিতে বড় পরিসরেচালু করা হবে ইনবক্স।
তবে এই মুহূর্তে সেবাটি ব্যবহারের জন্য একটি লটারিরআয়োজন করেছে গুগল। শুরুতে ইনবক্স ব্যবহারের সুযোগ পেতেinboxforwork@google.comঠিকানায় মেইল করতে হবে। আবেদনের পরিপ্রেক্ষিতে পরেব্যবহারকারী নির্ধারণ করবে গুগল। এবং শুধু নির্বাচিতরাই সেবাটি ব্যবহারকরতে পারবেন। এ সম্পর্কে গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুন্দর পিচালজানিয়েছেন, ছয় মাস সেবাটির বিভিন্ন দিক যাচাই করা হবে। এর অংশ হিসেবেজিমেইলের পরিবর্তে ইনবক্স মেইল সার্ভিস চালুর বিষয়টি নিয়ে নির্বাচিতব্যবহারকারীদের মতামত সংগ্রহ করা হবে। এর ওপর ভিত্তি করেই চালু করা হবেইনবক্স। ইনবক্সে অন্যান্য ই-মেইল সেবা, যেমন ইয়াহু ও আউটলুকের সঙ্গে অখণ্ডফিচার, মোবাইল অ্যাপস, নোটিফিকেশনের শব্দ, সব অ্যাটাচমেন্ট ডাউনলোড ওজিমেইলের আনডু সেন্ড ফিচারও যুক্ত হবে। ভেঞ্চারবিট অবলম্বনে

Post a Comment

Disqus