-সামীয়া ইসলাম সামি
 রাতের অন্ধকারে জোনাকিরা    
  করে ঝি-ঝি,
কেউ এই ব্যাপারে জানই বা,কী কী?
  রাতের অন্ধকারে জোনাকির ডাক
 তারা কেড়ে নেয় আমাদেরই মনের এক ভাগ।
  তাদেরও তো আছে জীবন
আছে আমাদের স্বপ্নের ভূবনে
  জোনাকিরও তো আছে মন,
 যেমনি আমাদের জীবন।


Post a Comment

Disqus