কয়দিন আগেই বলিউডের অভিনেতা সালমান খান বলেন, ভিরাট কোহলি যেন মেট্রোসেক্সুয়াল। অবস্থা দেখে মনে হচ্ছে ভিরাটের প্রেমিকা আনুশকার কাছে সালমানের এমন উক্তি মোটেও ভালো লাগেনি। তার নতুন সিনেমা ‘এনএইচ টেন’ এর প্রমোশনাল ইভেন্টে আনুশকাকে জিজ্ঞেস করা হয়, শাহরুখ ও আমিরের পরে, এবারে তিনি সালমানের সঙ্গে কাজ করতে আগ্রহী কিনা।
এর জবাবে আনুশকা যা বলেন তা শুনে সকলেই হতবাক। আনুশকা বলেন, এ বছর তার তিনটি সিনেমা মুক্তি পাবে। আর সামনের বছর তিনি করণ জোহরের সিনেমার কাজ শুরু করবেন। এ থেকে কী বোঝা যায়? আনুশকা বুঝিয়েই দিলেন, বলিউডের সুপারস্টার সালমান খানের সঙ্গে কাজ করার সময় হবে না তার।
Post a Comment
Facebook Disqus