হলুদ স্কার্টে বোহেমিয়ান কঙ্গনাকে এই চেহারায় আগে দেখেনি বলিউড। এই ছবিতে দিল্লির অবস্থাপন্ন পরিবারের মেয়ে আর্ট কলেজের ছাত্রী পায়েলের ভূমিকায় রয়েছেন কঙ্গনা রওনত। ইমরান খানকে দেখা যাবে পায়েলের সহপাঠী ম্যাডি শর্মার ভূমিকায়। সিদ্ধার্থ রয় কপূর ও নিখিল আডবানী প্রযোজিত ছবি পরিচালনা করেছেন নিখিল আডবানী।
ছবিতে মিউজিক দিয়েছেন শঙ্কর, এহসান, লয়। আগামী ১৮ সেপ্টেম্বর, ২০১৫ মুক্তি পাচ্ছে কাট্টি বাট্টি। দিনের অন্য ম্যাচে বার্সেলোনা একই ব্যবধানে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে।-জি নিউজ।
Post a Comment
Facebook Disqus