কি করবে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ চ্চলচিত্রে
বর্তমান বার্তা প্রতিনিধি / বর্তমান বার্তা/২৫ ফেব্রুয়ারী ২০১৫ঃ
যদি গত কয়েক মাসে অ্যাকোয়াম্যানের চরিত্র ডিসি’র সিনেমার দুনিয়ায় বেশি প্রচার না পায়, তাহলে এটি বৃহস্পতিবার রাতে বদলে গেছে যখন পরিচালক জ্যাক স্নাইডার ডিসি’র কিং অব আটলান্টিস হিসেবে জেসন মময়ার প্রথম অফিসিয়াল ইমেজ মুক্তি দেন।
‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ চলচিত্রে তাকে খুব কঠিন চরিত্রে দেখা যাবে। ভক্তদেরও তাকে নিয়ে খুব একটা বেশি আশা করা উচিত হবেনা ২০১৬ সালের আসন্ন এই ব্লকবাস্টার চলচিত্রে।

কিছু রিপোর্টে জানা গেছে যে, অ্যাকোয়াম্যানকে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ চলচিত্রে খুব অল্প সময় দেখা যাবে। তার কিছু দৃশ্য হল লেক্স লুথারের মেটাহিউম্যান কে নিয়ে জরিপের সময় ও ছবির শেষের দিকে।

লেখক বলেন ছবিটির জলজ সুপারহিরোর জন্য পুনরায় কিছু শুটিং হতে পারে। ভক্তরা নিশ্চয়ই তাকে এত অল্প সময়ের জন্য বড় পর্দায় আশা করবেনা। তাছাড়া গল্পের প্রধান চরিত্র ব্যাটম্যান ও সুপারম্যান এবং সহযোগী চরিত্র ওয়ান্ডার উইম্যানের সাথে অভিনয়ের আর খুব একটা ক্ষেত্রও বাকি নেই। এটি অনেকটা সেরকম যখন ‘দ্যা ইনক্রেডিবল হাল্ক’ এর শেষে টনি স্টার্ককে দেখানো হয় অথবা অধ্যাপক এক্স ও ম্যাগন্যাটোকে উল্ভারিনের পোস্ট ক্রেডিট দৃশ্যে দেখানর মত।
এই ক্ষুদ্র চরিত্র বাদ দিলে, মনে হচ্ছে যে, ডিসি ও ওয়ার্নার ব্রস অ্যাকোয়াম্যানকে নিয়ে বড় কোন পরিকল্পনা করছে। বৃহস্পতিবারের ছবির সাথে একটি লাইনে লেখা ছিল, “ঐক্যবদ্ধ সপ্ত”। প্রথম দেখায় মনে হচ্ছে যে, আটলান্টিসের রাজা হিসেবে অ্যাকোয়াম্যান সাতটি সাগরকে ঐক্যবদ্ধ করছে। কিন্তু আরও একধাপ এগিয়ে এই লাইনের আসল অর্থ দাড়ায়, জাস্টিস লিগের সাত হিরো।

ব্যাটম্যানই সম্ভবত একজন যে অ্যাকোয়াম্যানকে দলে নেয়। কিন্তু অ্যাকোয়াম্যান অন্যান্য সকল হিরোদের ঐক্যবদ্ধ করতে সাহায্য করে। সম্ভবত অ্যাকোয়াম্যান সবগুলো দলকে ঐক্যবদ্ধ করতে পারেনি। কিন্তু জাস্টিস লিগের প্রথম পর্বে সেই সম্ভবত সবগুলো দলকে একত্রে কাজ করাতে পারত।

অ্যাকোয়াম্যান অন্য ডিসি হিরোদের সাথে কি করে তা দেখার অপেক্ষাতো থাকবেই কিন্তু বেশি অপেক্ষা সম্ভবত তার একক চলচিত্র যা ২০১৮ সালে মুক্তি পাবে।
- See more at: http://www.bd24live.com/bangla/article/27676/index.html#sthash.NO1M9mxp.dpuf

Post a Comment

Disqus