আশরাফুল আলম / বর্তমান বার্তা / ১৩ ফেব্রুয়ারী ২০১৫ ঃ বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন আজকে বিএনপি, জামায়াত ও শিবির দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে। জ্বালাও, পোড়াওয়ের মাধ্যমে তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। শিক্ষা ব্যবস্থাকে আজকে তারা ধ্বংস করতে চাচ্ছে। তাদের এ কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।
দেশব্যাপী বিএনপি, জামায়াত ও শিবিরের  জ্বালাও পোড়াও ও সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার। বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো: মোশারফ হোসেন। সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, আওয়ামীলীগ নেতা আশরাফুজ্জামান, যুবলীগ নেতা রফিকুল ইসলাম ন্নানু, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরুজ্জামান মোল্লা, ডা. আতিকুল্লাহ, আশেক আলী ভুইয়া, শ্রমিকলীগ নেতা করিম আহমেদ, সাইফুল ইসলাম বাবু, আরিফ আহমেদ, শাহাবুদ্দিন প্রধান,  মুজিবুর রহমান মেম্বার, মুজিবুর রহমান ভুইয়া, বাবমাুল সরদার, সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন, আলাউদ্দিন মুন্সি, নুরুজ্জামান, দেলোয়ার হোসেন, আবুল হোসেন, তাইজুদ্দিন মুন্সি, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সেলিম আহমেদ, ছাত্রলীগ নেতা হাসান রাশেদ, আরিফুল ইসলাম রবিন, সাফায়াত উল্লাহ, জাহাঙ্গীর আলম, মনির হোসেন, আক্তার হোসেন প্রমূখ।

Post a Comment

Disqus