বর্তমান বার্তা ডট কম/ জাতীয়/ ২৭ ফেব্রুয়ারি/ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যেভাবেই হোক না কেন মার্চ মাসের মধ্যে এসএসসি পরীক্ষা শেষ করা হবে।তিনি বলেন, কাণ্ডজ্ঞানহীন, মূর্খ ও অপদার্থ না হলে কেউ পরীক্ষার মধ্যে হরতাল-অবরোধ দিতে পারে না।শুক্রবার রাজধানীর নীলক্ষেতে গভমেন্ট পাবলিক হাই
স্কুলে এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রীবলেন, ‘আমি তাদের অনেকবার (বিএনপি) অনুরোধ করেছি যাতে অন্তত পরীক্ষা শুরুরআগে ও পরে দুই ঘণ্টা করে হরতাল-অবরোধ না দেয়। কিন্তু তারা সেটাও করছে না।উল্টো তাদের এক নেতা বলছেন, কিসের পরীক্ষা!তিনি অভিভাবকদেরউদ্দেশ্যে বলেন, ‘আপনারা বাচ্চাদের উৎসাহ দেবেন। আপনারা (অভিভাবক) আপনাদেরএকটা বাচ্চা নিয়া চিন্তা করেন। তার নিরাপত্তার কথা ভাবেন। কিন্তু আমারচিন্তা ১৫ লাখ বাচ্চার নিরাপত্তা নিয়ে।

Post a Comment

Disqus