বর্তমান বার্তা ডট কম/ স্বাস্থ্য/ ২৭ ফেব্রুয়ারি/ অপরিচ্ছন্নএবং অন্যের ব্যবহৃত সিরিঞ্জ ব্যবহারে সৃষ্ট রোগের সংক্রমণ ঠেকাতে বিশ্বস্বাস্থ্য সংস্থা এবার বড় ধরনের অভিযান শুরু করেছে। একটি সিরিঞ্জ একবারব্যবহারের পর সেটা আবার ব্যবহারের কারণে প্রতি বছর সারা বিশ্বে প্রায় ২০লাখ মানুষ এইচআইভি এবং হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে।
এ সংক্রমণঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালের মধ্যে স্মার্ট সিরিঞ্জের ব্যাপকব্যবহার নিশ্চিতে চেষ্টা করছে। এ সিরিঞ্জ একবার ব্যবহারের পর স্বয়ংক্রিয়ভাবেই ভেঙে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইনজেকশন নিরাপত্তাসংক্রান্ত দলেরপ্রধান ড. সেলমা খামাসি বলছেন, এতে প্রতি বছর ১৭ লাখ নতুন হেপাটাইটিস 'বি', ৩ লাখ হেপাটাইটিস 'সি' এবং ৩৫ হাজার এইচআইভির সংক্রমণ রোধ করা সম্ভবহবে। তবে এ নতুন সিরিঞ্জের খরচ একটু বেশি হবে। ডব্লিউএইচও বলছে, রোগীদেরচিকিৎসার জন্য যে খরচ হয়, তার চেয়ে এটা হবে অনেক কম। বিবিসি

Post a Comment

Disqus