ফারুক হাসান/বর্তমান বার্তা/ ৩ ফেব্রুয়ারি ঃ বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকার উদ্যেগে স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াতের সহিংস রাজনীতির শিকার হয়ে সারাদেশে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে গতকাল মঙ্গলবার বিকেলে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় দোয়া ও মিলাদ মাহ্ফিলের আয়োজন করা হয়। এতে থানা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এড. সামসুল ইসলাম ভূঁইয়া সভাপতিত্বে সামনের সারির আওয়ামীলীগের অনেক নেতার উপস্থিতে অনুষ্ঠানটি হয়ে উঠে সাংগঠনিক ্ঐক্যের প্রতিক।
সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ্ আলম রূপন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা, থানা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ মোল্লা বাদশা, সনমান্দি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহাবুদ্দিন সাবু সাদিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ মোল্লা, , বারদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জহিরুল হক বৈদ্যেরবাজার ইউনিয়ন জাতীয় পার্টিও সভাতি আয়ুব আলী মেম্বার,্, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি হাজী পিয়ার আলী, সাদিপুর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম, আ’লীগ নেতা বাবুল হোসেন, বিভিন্ন ইউনিয়নের মেম্বার, আওয়ামী লীগ-জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহন ছিল লক্ষনীয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি নারয়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে মহাজোট সরকার যখন উন্নয়ণের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করছেন ঠিক তখনই স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াতের দোসররা দেশের নিরীহ মানুষ হত্যার খেলায় লিপ্ত হয়েছে। গত ৫ জানুয়ারি থেকে তাদের এ নৃশংসতা বৃদ্ধি পেয়েছে। কাজেই আমি এ অপশক্তির বিরুদ্ধে নতুন মুক্তিযুদ্ধের ঘ্রাণ পাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনারগাঁ আ’লীগ ও জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে এ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। এখন বিভেদ করার সময় নয়। একটি অশিক্ষিত পরিবারের সদস্যরা আজ দেশের কোমলমতি এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে দিচ্ছেনা। সোনারগাঁ আ’লীগ ও জাতীয় পার্টি তা হতে দেবে না। প্রয়োজনে । দরকার হলে আমাদের নেতাকর্মীরা পুলিশের সহায়তার পরীক্ষার্থীদের আসা-যাওয়ার নিরাপত্তা প্রদান করবে। তাছাড়া কুমিল্লার চৌদ্দগ্রামে কক্সবাজার থেকে আসার পথে সোনারগাঁয়ের সনমান্দির ৯ যাত্রী পেট্রোল বোমায় দগ্ধ হয়েছে। আমার পক্ষ থেকে তাদের যাবতীয় দেখাশোনার ব্যবস্থা করা হবে। তাদের পরিবার আজ আমার পরিবার। এছাড়া সোনারগাঁয়ে যারা নাশকতা করতে পারে তাদের দিকে আ’লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
.jpg)
Post a Comment
Facebook Disqus