দীপক সূত্রধর / বর্তমান বার্তা / ৩ ফেব্রুয়ারি ২০১৫:  সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় আইকন পরিবহনের যাত্রীবাহী বাসে দূর্বৃত্তদের ছোরা পেট্টোল বোমায় আহত বাসযাত্রীদের মধ্যে সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের কাফাইয়াকান্দা উত্তরপাড়া গ্রামের আহত হন ৯ জন। আহত ৯ জনের শরীরই পেট্টোল বোমার আগুনে জ্বলছে গেছে। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক। আহতদের মধ্যে ৮ জনকে কুমিলার চৌদ্দগ্রাম হাসপাতাল ও ১ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। আহতরা সবাই হতদরিদ্র ও বিন্নি খই ব্যবসায়ী। আহতরা হলো- সফিকুল, মাইন উদ্দিন, গোলাপ হোসেন, সালাউদ্দিন, রমজান মিয়া, বাবুল মিয়া, বাবু, আমির হোসেন, ইমান আলী।
পেট্টোল বোমায় আহত ইমান আলী জানান, কক্্রবাজারের চকরিয়া এলাকায় তারা সবাই বিন্নি খই বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন। বিন্নি খই বিক্রি করে বাড়িতে ফেরার পথে দূর্বৃত্তদের ছোরা পেট্টল বোমায় তারা সবাই আহত হন। তাদের আহত হওয়ার খবর সোনারগাঁ উপজেলার কাফাইয়াকান্দা উত্তরপাড়া গ্রামে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে কান্নার রোল পড়ে যায়। পুরো এলাকা হয়ে উঠে কান্নার নগরী। আহত ৯ জনের মধ্যে সফিকুলের অবস্থা আশংকাজনক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।


Post a Comment

Disqus