সালমনের অস্ত্র মামলার রায় ঘোষণা আজ
কাজি রোমান /বর্তমান বারতা / ২৫ ফেব্রুয়ারী ২০১৫ঃবলিউড অভিনেতা সালমন খানের বিরুদ্ধে বেআইনি অস্ত্র মামলার রায় ঘোষণা আজ । সরকারি কৌসুঁলি এন সঙ্খলা জানিয়েছেন, যোধপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে আজই রায় ঘোষণা করতে পারে। সূত্রের খবর, রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকতে পারেন সালমান খান।
১৯৯৮ সালে হিন্দি ছবি ‘হাম সাথ সাথ হ্যায়’ শ্যুটিং চলাকালীন যোধপুরের কাছে কঙ্কনী গ্রামে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমন সহ আরও কয়েকজন বলিউড অভিনেতার বিরুদ্ধে। সালমনের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখারও অভিযোগ ওঠে। অভিযোগ, তাঁর কাছে যে আগ্নেয়াস্ত্র ছিল তার লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। পুলিশের কাছে সালমনের বিরুদ্ধে সংরক্ষিত কৃষ্ণসার হরিণ শিকারে জড়িত থাকার অভিযোগ দায়ের করা হয়।

Post a Comment

Disqus