বাঘ শেয়ালের কথাপুরোপুরিভাবে বিশ্বাস করে না । আবার একেবারে বিশ্বাস না করার সাহসও পায় না । শেয়াল বাঘের দ্বিধা লক্ষ্য করে বাঘকে বললো , তুমি আমার কথা বিশ্বাস করছো না , তুমি মনে করছো আমি মিথ্যা কথা বলছি , তাই না ? আচ্ছা , আমি সামনে যাই , তুমি আমার পিছনে থাকো। দেখবে বনের পশুরা আমাকে দেখে সবাই পালিয়ে যাবে , তুমি আমার কথা বিশ্বাস করো ?
বাঘ শেয়ালের কথা অনুসারে তার পিছনে হাটতে শুরু করে । ঠিক যেমণ শেয়াল বলেছে , বনের পশুরা তাকে দেখে ভয়ে পালিয়ে গেলো । বাঘ জানে না যে পশুরা বাঘ দেখে পালিয়েছে , সে মনে করলো পশুরা শেয়ালকে দেখে ভয়ে পালিয়েছে ।
এই উপকথা আমাদের জানিয়েছে , একটি বিষয়ের বাস্তব রুপ ও কারণ নির্ণয় করা উচিত , তা না হলে শেয়ালের মত খারাপ ব্যক্তির দ্বারা প্রতারিত হবে ।
এই উপকথা আমাদের আরো জানিয়েছে , নিজের শক্তি বা কোনো গুনের জন্য অহংকার করা উচিত নয় । -
Post a Comment
Facebook Disqus