
কাজী রোমান /বর্তমান বার্তা/ ১১ ফেব্রুয়ারি ২০১৫ ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ঋৃষি পাড়ায় বুধবার ভোর রাতে মা ভান্ডার নামের একটি মোদি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোররা নগদ অর্থ ও মোবাইল কার্ডসহ বিভিন্ন ধরনের মালামাল ুট করে নিয়ে যায়।
দোকান মালিক প্রভাত দাবি জানান, বুধবার ভোর রাতে কয়েকজনের একদল চোর দোকানের শাটার ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ ৫০ হাজার টাকা , ২১ হাজার মূল্যেও বিভিন্ন কোম্পানির মোবাইল কার্ড ও অন্যান্য মালামালসহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে যান।
Post a Comment
Facebook Disqus