ষ্টাফ রিপোর্টার / বর্তমান বার্তা / লালমনিরহাট/ ২৮ জানুয়ারি ঃ লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মনি মামুন (১৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ওই উপজেলার কাঞ্চনশ্বর এলাকায় সেচ পাম্পের তারে জড়িয়ে এ মৃত্যু ঘটে। মনি মামুন ওই এলাকার ফিরোজ আলীর ছেলে ও বানিনগর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর
ছাত্র বলে জানা গেছে। কাকিনা ইউপি সদস্য জানে আলম বুলু জানানকাঞ্চনশ্বর এলাকায় সেচ পাম্পের মটরে কাজ করতে গিয়ে বৈদ্যতিক তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন মনি মামুন। সঙ্গিয়রা বুঝতে পেরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়েছে। কালীগঞ্জ থানা ও সি মনজুরুল রহমান জানানবিষয়টি তার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিবেন বলেও জানান।

Post a Comment

Disqus