ষ্টাফ রিপো
র্টার/ বর্তমান বার্তা / কক্সবাজার/ ১১ ফেব্রুয়ারি 20১৫/ কক্সবাজার শহরের কবরস্থান পাড়ায় আগুনে পুড়ে গেছে ১০টি বসতবাড়ি। এতেঅগ্নিদগ্ধ হয়েছেন চার জন। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করাহয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কক্সবাজার ফায়ারসার্ভিস স্টেশনের দুটি ইউনিট একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।গ্যাস দোকান কর্মচারী অগ্নিদগ্ধ শাহেদ রাইজিংবিডিকে জানান,দুপুর ১২টারদিকে সেলিমের বাড়িতে নতুন গ্যাস সিলিন্ডার লাগানোর সময় এ অগ্নিকাণ্ডেরসূত্রপাত ঘটে। কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্দুল মজিদ রাইজিংবিডিকেজানান, গ্যাস সিলিন্ডারে ছিদ্র থাকার ফলেই সেলিমের বসতবাড়িতে আগুন লাগে।এতে চার জন অগ্নিদগ্ধ হয়েছে।আহতরা হলেন, আবুল কালামের ছেলে পারভেজ (২০), মো. শফির ছেলে সেলিম (৩৫), পপুলার শর্মা ছেলে রিপন শর্মা (২৮) ও আবুল কাশেমের ছেলে শাহেদ (১৬)। এরাসবাই শহরের দক্ষিণ বাহারছড়ার কবরস্থান পাড়ার বাসীন্দা। তিনি আরো জানান, আগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রাথমিকভাবেবলা যাচ্ছে না। তবে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন চৌধুরী জানান, অগ্নিদগ্ধপারভেজের শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে। বাকিদের শরীরের প্রায় ৩০ ভাগ পুড়েগেছে। এদের মধ্যে পারভেজের অবস্থা আশঙ্কাজনক।

Post a Comment
Facebook Disqus