ফারুক হাসান/ বর্মান বারতা/ ১২ ফেব্রুয়ারি ২০১৫ ঃ সোনারগাঁয়ের প্রতিটি এলাকার সমস্যা আমার সমস্যা, সোনারগাঁয়ের মানুষের সমস্যা আমারই সমস্যা, সোনারগাঁয়ের মানুষের খেদমত করতে আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়ে পাটিয়েছেন তাই আমি সোনারগাঁয়ের প্রতিটি এলাকায় সমাজে ভাল কাজ করে এমন লোকদের সাথে নিয়ে উন্নয়নের কাজ করে যাব।
গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে বিভিন্ন দল থেকে জাতীয় পার্টিতে যোগদান কালে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকার এ সব কথা বলেন। উপজেলার পিরোজ পুর ইউনিয়ন  ৮ নং ওয়ার্ডের মেম্বাার মোঃ কবির হোসেনের ছোট ভাই করিমের নেতৃত্বে সাবেক মেম্বার আব্দুল সামাদ, মোঃ সোলায়মান ব্যাপারি, মোঃ তাহের আলী প্রধান, আসাদ ব্যাপারি, শিশু মিয়া, মুজিবুর রহমান, ফারুক , হাফজ উদ্দিন, দিদার হোসেনসহ শতাধিক নেতাকর্মী মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত আয়ূব প্লাজায় এমপি লিয়াকত হোসেন খোকার কার্যালয়ে এমপি হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। এসময় বক্তব্য রাখেন মোঃ করিম হোসেন, সামাদ মেম্বার , আসাদ ব্যাপারি, দিদার আরী , মোঃ তাহের প্রধান প্রমুখ।



Post a Comment

Disqus