মোঃ শাহ্জালাল মিয়া /বর্তমান বার্তা ডট কম / ৩১ মার্চ ২০১৫ / আল্লাহ তা'আলা কুরআনে কারীমে সর্বাধিক সংখ্যক শপথ করেছেন সুরা শামস এর শুরুতে । এই সুরায় আত্মশুদ্ধি  বা নিজের সংশোধনের বিষয়ের গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি একাধারে ৭ বার শপথ করেছেন । এতো বেশি সংখ্যক শপথ আর কোথাও করা হয়নি ।

আজকাল আমরা সবাই সব জান্তা, কেউ কারোর চেয়ে কম যাইনা অন্যকে পরামর্শ দিতে , আবার আমরা অনেকেই ইসলামী চিন্তাবিদ ও দাঈ ইলাল্লাহ বনে গেছি মাশাআল্লাহ । তবে অন্যের ইসলাহের জন্য আমরা যতোটা ফিকির করি , নিজের সংশোধনের জন্য তার সিকি ভাগও করি না । অথচ পরসংশোধন খুবই ভালো কাজ হলেও সুরায়ে তাহরীমের ৬নং আয়াতে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে বলা হয়েছে আগে ।

বর্তমান ডিজিটাল যুগে সবাই মিডিয়াতে বসেন যেন জাতীকে নসীহত বা সংশোধনের জন্য । নসীহত নেওয়ার জন্য কেউ বসেন বলে মনে হয় না ! আর আল্লাহ বলেন - তোমরা অন্যদেরকে সৎকর্মশীলতার পথ অবলম্বন করতে বলো অথচ নিজেদের কথা ভুলে যাও ! ( সুরা বাকারা আয়াত৪৪ ) ।

কেউ বলতে পারেন , এই লেখাটি সেই ক্যটাগরির কি না ? হবে হয়তো সেরকম । কিন্তু আমি নিজের জন্যই লিখেছি । আমরা যা বলছি তা কি করছি ? আসুন , সবার আগে নিজেকে গড়ি । বিবেকের আয়নায় নিজেকে দেখি । নিজের বদ অভ্যাসগুলো পরিত্যগ করি । পরশুদ্ধি সব সময় ফরজ নয় , কিন্তু আত্মশুদ্ধি সর্বাবস্থায় ফরজ । পরশুদ্ধি ফরজে কেফায়া আর আত্মশুদ্ধি ফরজে আ'ইন । আল্লাহ তা'আলা আমাদের সকলকে আত্মশুদ্ধি নসীব করুন (আমীন ) ।

Post a Comment

Disqus