![]() |
| আবারও অবাধে চলছে অবৈধ গ্যাস সংযোগ |
দীপক সূত্র ধর / বর্তমান বার্তা ডট কম / ৩১ মার্চ ২০‘১৫/ প্রভাবশালী একটি মহল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সড়ক ও জনপথের রাস্তা কেটে নিন্মমানের পাইপের মাধ্যমে অবাধে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ পাওয়া গেছে। তিতাসের মান সম্মত পাইপ ব্যবহার না করে নিন্মমানের পাইপ ব্যবহারের ফলে গত কয়েক দিন আগে রাতের কোনো এক সময় উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার ছনপাড়া এলাকায় পাইপ বিস্ফোরন হয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে এলাকাবাসী প্রায় তিন ঘন্টা চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানী কোনো একটি প্রভাবশালী দালাল চক্রের একটি দল অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর স্থানীয় প্রশাসনের দৌড় ঝাপের কারনে নতুন অবৈধ গ্যাস সংযোগ দেয়া বেশ কিছু দিনের জন্য বন্ধ থাকলেও পুনরায় অবৈধ সংযোগ দেয়া শুরু করেছ ওই দালাল চক্র দলটি। অবৈধ গ্যাস সংযোগগুলোতে অতি নিন্ম মানের পাইপ ব্যবহারের কারনে কয়েক দিন আগে রাতে বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার ছনপাড়া এলাকায় পাইপ বিস্ফোরন হয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। বর্তমানে ওই এলাকার সাধারন মানুষ আতংকে দিন কাটাচ্ছে। গ্যাস দালালরা যদি ভালো মানের পাইপ ও রাইজার ব্যবহার করতো তাহলে পাইপ বিস্ফোরনে অগ্নিকান্ডের মত ভয়াবহ ঘটনা ঘটত না। বৈদ্যেরবাজার ইউনিয়নের খংসারদী, উলুকান্দি, মামলতপুর, দাউদেরগাঁও, মোবারকপুর, নগরজোয়ার, রায়পুর, বাগের পাড়া, খামারগাঁও, ছনপাড়া, পঞ্চবটি, দীঘিচাঁনপুর, টেকপাড়া আনন্দবাজারসহ প্রায় ২০ গ্রামে নতুন করে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার মহা উৎসব শুরু হয়েছে। আর এ সংযোগ দেয়ার নেপথ্যে অভিযুক্তরা হলেন ঠিকাদার মুজিবর, হোসেন মেম্বার, আবুল মেম্বার, বাছেদ মেম্বার, আবু তালেব, গোলজার, মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা গাজী আবু তালেব ও বৈদ্যের বাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আইয়ুব আলী মেম্বার। অভিযোগ রয়েছে দালাল চক্রটি প্রায় ৮ হাজার নতুন অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার নামে রাইজার প্রতি ৩০ থেকে ৩৫ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার ঘটনায় তিতাস গ্যাস সোনারগাঁও উপজেলা শাখার
ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব বাদী হয়ে পাঁচ জনকে আসামী করে গত ১৯
জানুয়ারী সোনারগাঁ থানায় একটি সাধারন ডায়েরী করেন। পরে ২০ জানুয়ারী
সকালে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে এসে স্থানীয় প্রশাসনের সহযোগিতা না পাওয়ায় দিন ভর সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে বসে থেকে ফিরে যান।
সোনারগাঁ উপজেলা শাখার তিতাস গ্যাস কর্মকর্তা অজিত চন্দ্র দেবের কাছে অবৈধ গ্যাস সংযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বর্তমান বার্তা ডট কমকে জানান, আমরা স্থানীয় প্রশাসনের সহায়তা না পাওয়ায় ওই সংযোগগুলো বিচ্ছিন্ন করতে পারি নি। তবে প্রশাসনের সহায়তা পেলে যে কোন সময় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালাব। পাইপ বিস্ফোরনে অগ্নিকান্ডের ঘটনাস্থল আমাদের একটি টিম পরিদর্শন করেছে।
বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব হোসেন সরকার জানান, গ্রামের নিরিহ মানুষদের বোকা বানিয়ে তাদের কাছ থেকে যারা কোটি-কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ওই নর-পিচাশদের ঘৃনা করার ভাষা আমাদের জানা নেই।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঞা জানান, তিতাস গ্যাস
কর্তৃপক্ষ অভিযান পরিচালনার কথা রয়েছে। তারা আমার সহযোগিতা চাইলে আমি
অবশ্যই সহযোগিতা করবো।

Post a Comment
Facebook Disqus