সোনারগাঁয়ে  সাহিয়া নামে সাত বছরের  শিশুকন্যা পাওয়া গেছে
বর্তমান বার্তা ডট কম / ১০ মার্চ ২০১৫ /  নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরা পাড়া চৌরাস্তা সিএনজি চালিত বেবি ষ্ট্যান্ড থেকে ৯ মার্চ সোমবার রাত ৮ টার দিকে সাদিয়া (৭) নামে এক কন্যা শিশু পাওয়া গেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার চৌরাস্তা সিএনজি চালিত বেবি ষ্ট্যান্ডে কান্না কাটি অবসাথায় কর্তব্যরত  আনসার বাহিনীর এক সদস্য সাদিয়া কে পান। পরে তাকে সোনারগাঁ থানা পুলিশের হেফাজতে রাখা হয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে  তাকে জেলা আদালতের মাধ্যমে নিরাপদ হেফাজতে পাঠানো হয়েছে। সাদিয়া রং মিস্ত্রী ফারুক ও রাবেয়া বেগমের মেয়ে বলে যানা যায়। তার ঠিকানা পাওয়া যায়নি।



Post a Comment

Disqus