বর্তমান বার্তা ডট কম / ১০ মার্চ ২০১৫ / নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের হামলা বাড়িঘর লুট পাট করে ৭জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতদেরকে স্থানীয় হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় উভয় পক্ষের  দায়ের করা হয়েছে।
সূত্রে জানা গেছে, উপজেলার কাঁচপুর ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের রুবেল ও শামীমের জমি জমার নিয়ে দীঘদিন যাবৎ বিরোধ চলছে। এরই জেরে মঙ্গলবার বেলা ১২ টার দিকে রুবেল ও শামীমের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ে মধ্যে হামলা, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের সাতজন আহত হয়। এ ঘটনায় সন্ধ্যায় দুই পক্ষের অভিযোগ দায়ের করা হয়েছে।


Post a Comment

Disqus