যুক্তরাজ্যে ফেরত পাঠানো হলো তিন তরুণকে
বর্তমান বার্তা ডট কম / ১৭ মার্চ ২০১৫ /  থেকে সিরিয়া যাওয়ার পথে আটক তিন ব্রিটিশ তরুণকে যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয়েছে।
১৭ বছর বয়সী দুই বালক ও ১৯ বছর বয়সী আরেকজন শনিবার রাতে যুক্তরাজ্যে ফিরেছেন।
তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতিতে সন্দেহভাজন হিসেবে আটক হয়ে পরে জামিনে ছাড়া পেয়েছিলেন।
শুক্রবার তারা নিখোঁজ বলে রিপোর্ট করা হয়েছিলো। পরে যুক্তরাজ্য পুলিশের সতর্কবার্তা পাওয়ার পর তুরস্কে তাদের আটক করা হয়।
স্কটল্যান্ড ইয়ার্ড বলছে কাউন্টার টেরোরিজম কর্মকর্তারা ১৭ বছর বয়সী দুজনের নিখোঁজের বিষয়টি জানতে পারে এবং তাদের ধারণা যে তারা দুজনই সিরিয়া যাচ্ছিলো।
পরে আরও তদন্তে দেখা যায় ওই দুজনের অপর এক ব্যক্তির সাথে যাচ্ছেন বলে প্রমাণিত হয়।
এরপরপরই তুরস্কের পুলিশকে সতর্ক করে যুক্তরাজ্যের পুলিশ।
বার্তা পেয়ে তুর্কি কর্তৃপক্ষ তাদের সবাইকে সিরিয়া যাওয়া থেকে বিরত রাখতে সমর্থ হয়।
তারা স্পেনের বার্সেলোনা থেকে ইস্তাম্বুল গিয়েছিলেন বলে তুরস্কের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন।
ইস্তাম্বুলে বিমানবন্দর থেকে তাদের আটকের পর তাদেরকে ব্রিটিশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


Post a Comment

Disqus