35762-ghst

 বর্তমান বার্তা ডট কম / ১৩ মার্চ ২০১৫ /  ১৯১৫ সালে অস্ট্রেলিয়ার ক্যুইন্সল্যান্ডের হেলিডনের মারফিস হোলে ডুবে মরে গিয়েছেল ১৩ বছরের এক বালিকা। ১০০ বছর পর সেই পুকুরেই ধরা পড়ল তার ছবি।
ক্যুইন্সল্যান্ডের চার শিশুর সঙ্গে স্নান করতে নেমেছিল দম্পতি। স্নানের দৃশ্য তুলে রাখার জন্য ফোটোও তুলে রাখে। ছবি তোলার পরে দেখা যায় ওই চার শিশু ও দম্পতির পাশে এক বালিকার অস্পষ্ট মুখ।
এরপরই অনেকে বলেন, একশো বছর আগে এক বালিকা এখানেই ডুবে মারা যায়। বেশ ২ এ ২ চার করতে ফেলেন অনেকে। বলেন ছবিতে ওটা বালকের ভূতের ছবি। ফেসবুকে ছবি আপলোডের সঙ্গে সঙ্গেই তোলপাড় পড়ে যায়।

heliযদিও বিশেষজ্ঞরা বলছেন, ভূতটুত নয় ছবি তোলার সময় কোনও কারণে একটা স্পট চলে আসে।

Post a Comment

Disqus