7017_1
 
বাদল  / বর্তমান বার্তা ডট কম / ১৩ মার্চ ২০১৫ / ফুটপাতে অকস্মাৎ সৃষ্টি হলো গর্ত। তাতে তলিয়ে গেলেন দুই পথচারী। এদের একজন পুরুষ, অন্যজন নারী। সঙ্গী অপর দুইজন রীতিমতো হড়কে গিয়ে দৌড়ে সরে গেলেন। এমনই এক ভিডিও ধরা পড়েছে দক্ষিণ কোরিয়ার একটি সিসিটিভি ক্যামেরায়।
পরে উদ্ধারকর্মীরা ওই দুইজনকে উদ্ধার করে গর্ত থেকে। খুব বেশি আহত হননি তারা। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয় তাদের।
কি কারণে অকস্মাৎ এই গর্তের সৃষ্টি তা খতিয়ে দেখছেন ভূতাত্ত্বিকরা।

Post a Comment

Disqus