কাজি রোমান /বর্তমান বার্তা ডট কম / ০১ মার্চ ২০১৫ /২০১১ সালের অ্যাকশন সিনেমা ‘ফোর্স’ - এর সিকুয়াল নিয়ে ফিরবেন অভিনেতা জন আব্রাহাম।
ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, তামিল সিনেমা ‘কাখা কাখা’র রিমেইক ছিল ‘ফোর্স’।কিন্তু এর সিকুয়ালের চিত্রনাট্য হবে একদম নতুন কাহিনি নিয়ে। বরাবরের মত প্রযোজকের ভূমিকায় ফিরবেন ভিপুল শাহ।
‘ফোর্স’ নির্মাণ করেছিলেন নিশিকান্ত কামান্ত। তবে এবার অভিনয় দেওকে এই দায়িত্ব দিয়েছেন শাহ। থ্রিলার সিরিজ ‘টোয়েন্টিফোর’-এর ভারতীয় সংস্করণ নির্মাণ করেছিলেন অভিনয়।
‘ফোর্স টু’তে নায়িকা চরিত্রে কে থাকবেন, তা এখনও নিশ্চিত নয়। প্রথম পর্বে জনের বিপরীতে দেখা গেছে জেনেলিয়া ডি সুজাকে।
‘ফোর্স টু’র কাজ শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বরে আর সিনেমাটি মুক্তি পাবে ২০১৬ সালের শুরুর দিকে।
এছাড়া একটি পিরিয়ড ড্রামাতে কাজ করছিলেন জন, যার শিডিউল সম্প্রতি পিছিয়ে গেছে। ‘১৯১১’ সামের এই সিনেমাটি নির্মাণ করছেন সুজিত সিরকার। এতে উঠে আসবে ভারতীয় এক ফুটবল খেলোয়াড়ের কাহিনি।
‘ফোর্স’ নির্মাণ করেছিলেন নিশিকান্ত কামান্ত। তবে এবার অভিনয় দেওকে এই দায়িত্ব দিয়েছেন শাহ। থ্রিলার সিরিজ ‘টোয়েন্টিফোর’-এর ভারতীয় সংস্করণ নির্মাণ করেছিলেন অভিনয়।
‘ফোর্স টু’তে নায়িকা চরিত্রে কে থাকবেন, তা এখনও নিশ্চিত নয়। প্রথম পর্বে জনের বিপরীতে দেখা গেছে জেনেলিয়া ডি সুজাকে।
‘ফোর্স টু’র কাজ শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বরে আর সিনেমাটি মুক্তি পাবে ২০১৬ সালের শুরুর দিকে।
এছাড়া একটি পিরিয়ড ড্রামাতে কাজ করছিলেন জন, যার শিডিউল সম্প্রতি পিছিয়ে গেছে। ‘১৯১১’ সামের এই সিনেমাটি নির্মাণ করছেন সুজিত সিরকার। এতে উঠে আসবে ভারতীয় এক ফুটবল খেলোয়াড়ের কাহিনি।
Post a Comment
Facebook Disqus