কাজি রোমান /বর্তমান বার্তা ডট কম / ০১  মার্চ ২০১৫ /রানবির কাপুর-ক্যাটরিনা কাইফ জুটির বিয়ে নিয়ে গুঞ্জন চলছে বহু আগ থেকেই।  এবার সেই গুঞ্জনের পালে আরেকটু হাওয়া লাগালেন ক‍্যাটরিনা নিজে। সামাজিক যোগাযোগ মাধ‍্যম হোয়াটসঅ‍্যাপে নিজেকে 'কাপুর'দের একজন হিসেবে দাবি করছেন তিনি।

Post a Comment

Disqus