স্টাফরিপোটার/বর্তমানবার্তাডটকম/ ০৫ মার্চ ২০১৫/সোনারগাঁ উপজেলার কিছু দালাল চক্র ভিপি জমিন বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। যানা গেছে বৈদ্যের বাজার ইউনিয়নের হারিয়া গোবিন্দি গ্রামের আনছার আলীর ছেলে আঃ হান্নান কিছু হাইব্রিট নেতাদের সহযোগিতায় ভিপি সম্পত্তি মৌজা হারিয়া এস এ জে এল নং ৪৬৫, আর এস খতিয়ান ণং ১৪৩,জেএল নং ১২৪ ,ভিপি কেইস নং ৮৫/৭০ বিক্রি করার পায়তারা করে আসছে ।এলাকা সুত্রে জানা গেছে দালাল চক্রের প্রধান হান্নান ও তার দল বেশ কিছুদিন যাবত আমান গ্রুপের কাছে কৌসলে ভুয়া দলিল পত্র মাধ্যমে বিক্রি করার পায়তারা করে আসছে । এর অংশ হিসাবে প্রথমে আমান গ্রুপের কিছু কথিত দালাল চক্রের যোগসাজসে দালালদের সাথে জমির দাম নিধারণ করে সমজোতা করে পরবর্তিতে দালাল চক্রটি একত্রিত হয়ে আমান গ্রুপের কাছে বিক্রির পায়তারা করছে এই গ্রুপের আরেক সদস্য স্থানিয় রাশেদ। হান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন ।এ ব্যাপারে বিভিন্ন দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও থেমে নেই তাদের কর্মকান্ড। ব্যাপারটি উপজেলা সহকারি কমিশনার ( ভুমি ) মেহেদী হাসান এর নজরে আনলে তিনি জানান তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে ।
Post a Comment
Facebook Disqus