স্টাফরিপোটার/বর্তমানবার্তা ডট কম / ০৫ মার্চ ২০১৫ / মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ফের বিশ্বের শীর্ষ ধনীর খেতাব অর্জন করেছেন। বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিদের যে তালিকা প্রকাশ করেছে, তাতে গত ২১ বছরের মধ্যে ১৬ বারই শীর্ষে অবস্থান করছেন বিল গেটস।
তার সম্পদের পরিমাণ ৭৯ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। এ বছরের ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত বিল গেটসের সম্পদের পরিমাণ ৩০০ কোটি ডলার বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৯২০ কোটি ডলারে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এবারও শীর্ষস্থান দখলের লড়াইয়ে তিনি হারিয়েছেন মেক্সিকোর ব্যবসায়ী কার্লোস সিমকে। দ্বিতীয় স্থানে থাকা কার্লোস সিমের মোট সম্পদের পরিমাণ ৭৭ দশমিক ১ বিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে রয়েছেন ওয়ারেন বাফেট। তার সম্পদের পরিমাণ ৭২ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার।
এ তালিকার পরের অবস্থানগুলোতে রয়েছেন যথাক্রমে, আমানসিয়ো ওরতেগা, ল্যারি এলিসন, চার্লস কোচ, ডেভিড কোচ, ক্রিস্টি ওয়ালটন, জিম ওয়ালটন ও লিলিয়ানে বেটেনকোর্ট। এদিকে শীর্ষ ২০-এ স্থান করে নিয়েছেন ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
ফোর্বসের ওই তালিকা অনুযায়ী, বিশ্বে বর্তমানে ১,৮২৬ জন শতকোটিপতি রয়েছেন, যা নতুন রেকর্ড। গত ১২ মাস বা ১ বছরে বিলিয়নেয়ারের সংখ্যা বেড়েছে ১৮১ জন।
Post a Comment
Facebook Disqus