বর্তমান বার্তা ডট কম / ১৭ মার্চ ২০১৫ /
আপনার শিশু কি মানসিকভাবে দুর্বল? তারা বড় কিছু অর্জন করতে চায় অথচ বিভিন্ন ভয়ে ভীত? তারা কি বেশীরভাগ সময় ব্যার্থতায় পর্যবসিত হয়? কোনো চ্যালেঞ্জিং কাজ করতে তারা ভয় পায়? এবং চ্যালেঞ্জিং পরিস্থিতি এড়িয়ে চলতে চায়? খেলা বাচ্চাদের শিশুদের মানসিকভাবে শক্ত করে গড়ে তোলার সবচেয়ে ভালো পন্থা। এছাড়াও তাদের মানসিকভাবে শক্ত করতে নীতি শিক্ষা দিতে হবে। মাঝে মধ্যে তাদের পছন্দের টুকিটাকি জিনিস কিনে আনা। এতে তাদের মনে হবে শুধু দরকারের সময় তাদের কথা মনে হয় না, মা-বাবা আসলেই তাদের কথা ভাবে। এভাবে তাদের মধ্যে একটা নীতিবোধের জন্ম দেবে। এখানে আপনার কিডস 'মানসিক বলিষ্ঠতা বৃদ্ধির জন্য কিছু পরামর্শ দেওয়া হল:
প্রতিদ্বন্দ্বিতার মনোভাব গড়ে তুলুন:
আপনার সন্তানদের মানসিকভাবে শক্তিশালী করে গড়ে তুলতে চান! তাহলে তাদের নিজেদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আর এ মনোভাব তাদের মধ্যে গড়ে তুলতে হবে। বই বা শিক্ষক এ শিক্ষা খুব একটা দিতে পারে না যতোটা বাবা মা পারে। শিশুদের ভেতরে প্রতিদ্বন্দ্বিতার মনোভাব গড়ে উঠলে তারা অনেক বেশি আত্মনির্ভশীল ও হয়ে উঠবে।
চ্যালেঞ্জিং পরিস্থিতিতে খাপ খাওয়ানো শেখান:
আমরা আমাদের শিশুদের নিয়ে অনেক টেনশনে থাকি যে, কখন তাদের মন খারাপ হলো, কোন ঘটনায় তারা আঘাত পেল। কিন্তু এভাবে না ভেবে আমাদের উচিত তাদের পরিস্থিতির সাথে কীভাবে নিজেকে খাপ খাইয়ে নিতে হয় সে শিক্ষা দেওয়া। এর ফলে তারা পরবর্তী জীবনে সুখের সাথে সাথে দুঃখকে মোকাবিলা করতে পারে। কারণ আমাদের জীবন সব সময় আনন্দময় হয় না।
সিদ্ধান্ত গ্রহনের সুযোগ:
অতিরিক্ত যত্ন নিতে গিয়ে শিশুদের প্রতি পদে পদে আমরা বলে দিই কী করতে হবে, কী করা উচিৎ আর কি করা উচিৎ না। কিন্তু এমনটা না করে যদি আমরা তাদের ভালো-খারাপের শিক্ষা দিয়ে সিদ্ধান্ত নেওয়ার কাজটা তাদের উপরে ছেড়ে দিই, তাহলে ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাস বেড়ে উঠবে। তবে অবশ্যই তাদের একেবারে ছেড়ে দেওয়া ঠিক না।
কর্ম কাণ্ডে নজর রাখা:
একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে যে, বারবার নিয়মকানুন পাল্টানো হলে শিশুরা দিশেহারা হয়ে পড়ে। এ জন্য তাদের প্রথম থেকেই খুব হিসেব করে শিক্ষাদান করতে হবে।
মনে রাখতে হবে, মা-বাবার শিক্ষা, সাহায্য ও উত্সাহদানের মাধ্যমে শিশুকে সমাজের দায়িত্ববান ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব।
Post a Comment
Facebook Disqus