বর্তমান বার্তা ডট কম /  ১৬ মার্চ ২০১৫ / নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মল্লিক পাড়ায় হাই কেয়ার জুনিয়র স্কুল এন্ড কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিান গতকাল সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। ল, এন্ড জাষ্টিস ফাউনেডশন সোনারগাঁ শাখা চেয়ারম্যান হাবিবুর রহমান মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণঞ্জ-৩  (সোনারগাঁ ) আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণঞ্জ জেলা জাতীয় পর্টির যুগ্ম আহব্বায় আলী হোসেন আলী, বিশিষ্ট সাংবাদিক শামসুদ্দোহা চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মনির হোসেন ,মোগরা পাড়া ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রাথী মোঃ বাবুল মিয়া,বিশিষ্ট ব্যাবসায়ী আঃ হান্নান, ল, এন্ড জাষ্টিস ফাউনেডশন সোনারগাঁ শাখার সহ সভাপতি মাসুদ মোল্লা, সাধার সম্পাদক হারুন অর রশিদ, সদস্য মহিন, রুবেল,জাপা নেতা শহিদ,ফজলুল হক মাস্টার প্রমুখ।

Post a Comment

Disqus