বর্তমান বার্তা ডট কম / ২২ ফেব্রুয়ারি ২০১৫ / নারায়ণগঞ্জের বৈদ্যের বাজার সবি-রেজিষ্ট্রার অফিসের দলিল লেখক ও ভেন্ডার সমিতির  নির্বাচন ৪ এপ্রিল ২০১৫  অনুষ্ঠিত হবে।
এড,হক কমিটির সিদ্ধান্তে ৪ এপ্রিল নির্বাচন নির্ধারণ করা হয়েছে।  শাহ মোঃ আবু ইসহাক, শহীদ পরিষদে ১৫ জন , মোঃ খলিলুর রহমান, আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন পরিষদে ১৫ জন ও মোঃ শহিদ সরকার সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র থেকে নির্বাচন কর
বেন। মোট ভোটার সংখ্যা ১৩৩ জন। ১৭৪ দলিল লিখকের মধ্যে সমিতির অন্তর্ভ’ক্ত হয়েছে ১৩৩ জন । বাকি ৪১জন লেখক সমিতির অন্তভর্’ক্ত হতে অস্বাভাবিক হয়ে পড়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন দীলল লেখক জানান, সমিতির অন্তর্ভ’ক্ত হতে হলে  দেড় ২লাখ টাকা ভর্তি ফি হিসেবে সমিতিকে দিতে হবে তা না হলে কেউ সমিতির সদস্য হতে পারবেনা।

Post a Comment

Disqus