জহিরু ইসলাম সিরাজ/ বর্তমান বার্তা ডট কম / ২২.০৩.১৫ / ব্যাক্তি উন্নয়ন, পরিবার উন্নয়ন, সামাজিক উন্নয়ন,রাষ্ট্রিয় উন্নয়ন সর্বক্ষেত্রেই শিক্ষাই প্রথম , শিক্ষার কোন বিকল্পনাই । সোনারগাঁয়ের শিক্ষা ব্যববস্থার মান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামগত উন্নয়নের লক্ষ্যে আমি সংসদ সদস্য হওয়ার পরপরই এবিষয়ে কাজ শুরু করি ।আপনাদের সহযোগিতায়  ইতিমধ্যে আমি অনেক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ভুমিকা রেখেছি । আমি সোনারগাঁয়ের শিক্ষা ব্যববস্থাকে সারা বাংলাদেশের মডেল হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই এজন্য দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন আশা রি আপনারা আমার পাশে থাকবেন। আপনারা জেনে খুশি হবেন যে সোনারগায়েরএকটি কলেজ ও দুটি উচ্চ বিদ্যালয়কে সরকারি করন করার প্রক্রিয় শেষ হয়ে বাস্তবায়নের পথে । এই প্রাপ্তি আমার নয় এই প্রাপ্তি সোনারগাঁয়ের মানুষের । সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের উন্নয়নে ইতিমধ্যে অনেক পদক্ষেপ নেয়া হয়েছে একটি ভবন নির্মানের কাজ অতি দ্রুত শুরু হবে । কলেজের উন্নয়নে করনিয় বিষয়ে আমি সকল অভিভাবকদের সুচিন্তিত মতামত নিয়ে কাজ কওে যাব।   গতকাল রোববার সকাল ১০ টায় সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ, কৃতি ছাত্রীদের সংবধনা , উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের  বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা এসব কথা বলেন । সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের ভাারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এমদাদুল হক নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভ’ঁঞা,এম পি লিয়াকত হোসন খোকার সহধর্মিনী নারী নেত্রী ডালিয়া লিয়াকত ,উপজেলা প্যানেল চেয়ারম্যান শাহ আলম রুপন,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভার প্রাপ্ত সভাপতি এড. সামছুল ইসলাম ভুইয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম,মোগরা পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম রুমা,সনমানন্দী ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, বঙ্গ বন্ধু সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম,সাবেক অধ্যক্ষ উত্তম কুমার রায়, মেরিট ইন্টারন্যাশনাল স্কুলের  অধ্যক্ষ খাইরুল নিসা মৃধা শিফা,জাপা নেতা প্রিন্সিপাল শাহজাহান, উপজেলা জাতীয় পার্টি সাধারন সম্পাদক সুলতান খান,সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধধার সম্পাদক নেকবর হোসেন নাহিদ,বৈদ্যেও বাজার ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি আয়ুব আলী মেম্বার,নারী নেত্রী ফেন্সী আক্তার । অনুষ্ঠানের আকর্ষনীয় বিষয় ছিল উপস্থিত অভিভাবকদের মতামত এবং প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে অভিভাবকদের আসস্ত করেন এমপি লিয়াকত হোসেন খোকা ।


Post a Comment

Disqus