সংসদের আসন বণ্টন নিয়ে নতুন যে আইন হয়েছে আদালত সেটি নিয়ে প্রশ্ন তুলেছে । আদালতের রায়ের প্রেক্ষিতে প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি এক মাসের মধ্যে ওই আইন নতুন করে লেখার নির্দেশ দিয়েছেন ।
ব্যাপক আন্দোলনের মুখে ২০১২ সালে প্রেসিডেন্ট মহম্মদ মুরসির গদিচ্যুতির পর মিশরের সংসদ বিলুপ্ত বলে ঘোষণা করা হয় । তারপর সেনা সমর্থিত একটি অন্তবর্তীকালীন সরকার মিশরের শাসন ভার গ্রহণ করে এবং দ্রুত নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় । নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার অংশ হিসেবে ২০১৪ সালের মে মাসে প্রেসিডেন্ট নির্বাচন হয় এবং প্রাক্তন সেনা প্রধান জেনারেল সিসি মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হন ।
ডিসেম্বরে পার্লামেন্টের আসন বিন্যাস নিয়ে একটি আইন অনুমোদন করেন সিসি, যেখানে সংসদে ৫৬৭টি আসনের কথা বলা হয় । আসনগুলোর মধ্যে ৪২০টিতে স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন । ১২০টি আসন বিভিন্ন দল থেকে দেওয়া তালিকাভূক্ত ব্যক্তিদের জন্য এবং ২৭টি আসনে প্রার্থী নিয়োগ করবেন প্রেসিডেন্ট ।
সে দেশের রাজনৈতিক মহলে জল্পনা, নতুন সংসদে সিসির সমর্থকরাই সংখ্যাগরিষ্ঠ হবে । আসন বন্টন আইনের বিরোধিতা করে বেশ কয়েকজন আইনজীবী শীর্ষ আদালতের শরণাপন্ন হন । তাদের আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে আদালত ।
Post a Comment
Facebook Disqus