স্টাফ রিপোর্টার / বর্তমান বার্তা ডট কম/ ০২ মার্চ ২০১৫ / রাশিয়ার প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা বরিস নেমস্তভ হত্যার প্রতিবাদে রবিবার মস্কোতে এক শোভাযাত্রায় হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন । মস্কোর যে সেতুর ওপর অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা নেমস্তভের বুকে চার থেকে পাঁচবার ধারালো ছুঁরি গিঁথে দেয়, সেই জায়গাটিতে অন্তত ৫০ হাজার মানুষ জড়ো হন । আগত মানুষদের হাতে দেখা যাচ্ছে রাশিয়ার জাতীয় পতাকা । তাদের অভিব্যক্তিতে স্পষ্ট তারা ক্ষুব্ধ এবং গভীরভাবে শোকাহত । ভিড়ের মধ্যে স্লোগান উঠছিল, “নেমস্তভের মৃত্যু হয়েছে রাশিয়ার ভবিষ্যতের জন্য”।রবিবার সরকার-বিরোধী এক বিক্ষোভে সামিল হওয়ার জন্য রাশিয়ার মানুষকে আহ্বান জানিয়েছিলেন নেমস্তভ । তিনি যে খুন হতে পারেন, কিছু দিন আগে এক সাক্ষাৎকারে সে কথা নিজেই জানিয়েছিলেন নেমস্তভ । ফলে গোটা ঘটনায় পুতিনের হাত রয়েছে বলে স্বভাবতই সরব হয়েছেন বিরোধীরা ।
রুশ প্রেসিডেন্টের মুখপাত্র অবশ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খুনি যাতে দ্রুত ধরা পড়ে তার নির্দেশ দেওয়া হয়েছে । প্রেসিডেন্ট নিজে গোটা তদন্ত প্রক্রিয়া খতিয়ে দেখছেন । যদিও পুলিশ এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি । ইউক্রেনের গৃহযুদ্ধে রুশ সরকারের হাত আছে বলে সরব হয়েছিলেন নেমস্তভ ।
রাশিয়ার অন্দরে ক্ষোভ, পুতিনের নীতি একটা উগ্র জাতীয়তাবাদী পরিবেশ তৈরি করেছে দেশজুড়ে, যেখানে তাঁর কোনও সমালোচনা করলেই তাদের দেশদ্রোহী আখ্যা দেওয়া হচ্ছে । বরিস নেমস্তভের হত্যাকাণ্ডের পর সমালোচকদের দাবি, দেশের অন্যতম জোরালো বিরোধী কণ্ঠটিকেই স্তব্ধ করে দেওয়া হল ।
গোটা ঘটনার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও । রুশ সরকার যাতে দ্রুত ও স্বচ্ছ তদন্ত চালায়, তার দাবিও জানিয়েছেন তিনি । ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো তাঁর ফেসবুক পেজে লিখেছেন, “রাশিয়া আর ইউক্রেনের মাঝে সেতু ছিলেন নেমস্তভ । এই হত্যা সব শেষ করে দিল ।
Post a Comment
Facebook Disqus