'অ্যাভেঞ্জারসঃ এইজ অব আল্ট্রন' এ 'থর' চরিত্রে পরিবর্তন আসবে
কাজি রোমান / বর্তমান বার্তা ডট কম / ০২ মার্চ ২০১৫ / মার্ভেল এর সিনেমাতে কমিক বইয়ের রাজকীয় চরিত্র হল ‘থর’। আর রাজকীয় চরিত্র বলে তার চরিত্রে মর্যাদার ব্যপার চলে আসে। পুরো গ্যালাক্সিতে তার অনেক দায়িত্ব পালন করতে হয় এবং মাঝে মাঝে কিছুটা বোকামিও। জস হেডনের ‘দ্যা অ্যাভেঞ্জারসঃ এইজ অফ আল্ট্রন’ এ এই স্বভাবের কিছু পরিবর্তন করা হয়ছে।

ক্রিস হেমস্ওয়ারথ বলেছেন, আসন্ন মুভিতে থরের শক্তি কিছুটা কম ব্যবহৃত হবে যা ‘থর’ মুভিতে অনেক বেশি হয়ে থাকে। বজ্রধ্বনির দেবতাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আসন্ন মুভিতে এমন কি থাকবে যা তিনি আগে কখনও করেননি। হেমস্ওয়ারথ বলেছেন, আসন্ন মুভিতে তার চারিত্রিক বৈশিষ্ট্য থেকে কিছুটা ভিন্ন বৈশিষ্ট্য দেখা যাবে।

থর যেহেতু পৃথিবীতে আছে, তাই তাকে সবসময়ই পাওয়া যাবে বলে গুজব রয়েছে। সে এখন আসগারড এর বাইরে। তাই তাকে বেশি রাজকীয়ভাবে থাকতে হবে না যা থরের দুনিয়া থেকে ব্যতিক্রম। হেমস্ওয়ারথ বলেছেন, আপনারা কি জানেন, এটি বেশ ভালো এবং আমি এরকমই বেশি পছন্দ করি।
আমরা সর্বশেষ যখন থরকে লড়াই করতে দেখেছি তখন সে পুরো আসগারডকে জীবন-বাজি রেখে রক্ষা করেছিল। সে আসগারড থেকে পৃথিবীতে আসতো তার ভালবাসা জেন ফস্টার (নাটালি পোর্টম্যান) এর সাথে দেখা করতে।

তার জন্য তাকে দেবতাদের রাজপদ পর্যন্ত বিসর্জন দিতে হয়েছিল। সে এখনো জানেনা তার সিদ্ধান্তের পরিণতি। হপকিন্স ‘ওডিন চলে গেছেন এবং লোকি আসগারডের রাজকীয় পরিবারের একমাত্র সদশ্য হিসেবে রয়ে গেছেন। যখন থর তা জানতে পারবে, নিশ্চয়ই সে আসগারডে ফিরে আসবে।

হেমস্ওয়ারথ বলেছেন, ’অ্যাভেঞ্জারসঃ এইজ অফ আল্ট্রন’ এ রোবটদের আক্রমনের আগ পর্যন্ত থর সহজ-সরল, দায়িত্বমুক্ত জীবনযাপন করতে থাকে এবং একদিন এটি দলের অন্যান্য সদস্যদের মাঝে হাস্যরসের সৃষ্টি করে।

তিনি বলেন, আমি কোন একসময় হেঁটে যাচ্ছিলাম। আর বেশ সুন্দর একটি কোট ও জিন্স পড়েছিলাম। অন্যরা তখন মজা করছিল ও বলছিল, থর কখন কেনাকাটা করেছে? সে কি এটি অনলাইনে কিনেছে না জেন তাকে কিনে দিয়েছে?

অথবা সে কি সত্যিই কেনাকাটা করতে গিয়েছিল? আর প্রশ্নগুলো উঠেছিল কারণ সে তার আসগারডের পোশাক পরিহিত ছিল না। অবশ্যই এই ছবিতে তাকে মানবের মত বেশি দেখা যাবে।

'অ্যাভেঞ্জারসঃ এইজ অফ আল্ট্রন' থিয়েটারে আসবে এই বছরের পহেলা মে তে। তাই বজ্রধ্বনির দেবতাকে দেখতে হলে আরেকটু অপেক্ষাতো করতেই হবে।

Post a Comment

Disqus