বর্তমান বার্তা ডট কম / বিনোদন/ ২৭ মার্চ ২০১৫ / লন্ডনেরমাদাম তুসো যাদুঘরে বলিউড লিজেন্ডস’ বিভাগে অমিতাভ বচ্চনশাহরুখসালমানের পাশে জায়গা করে নিলেন ক্যাটরিনা। এই যাদুঘরে সালমান খানশাহরুখখান,অমিতাভ বচ্চনের মতো সুপারস্টারের পাশে এবার ক্যাটরিনার মোমের মূর্তিওথাকবে। জানা গেছেচলতি মাসের ২৭ তারিখ থেকেই মূর্তিটি প্রদর্শনীর জন্যরাখা হচ্ছে।
ক্যাটের চেহারার মাপজোক ঠিকঠাক নেয়ার জন্য যাদুঘরের শিল্পীদেরসঙ্গে বেশ কয়েকবার বসতে হয়েছিল ক্যাটরিনাকে। মূর্তিতে ক্যাটরিনার পোশাককেমন হবে তা স্বাভাবিকভাবেই জানতে ইচ্ছা হয়। মূর্তিতে পোশাক নিয়ে ক্যাটরিনাপ্রথমে বলেছিলেনতাঁর মূর্তিকে পশ্চিমা পোশাক পরাতে। কিন্তু যাদুঘরেরপক্ষ থেকে বলা হয়যেহেতু বলিউড লিজেন্ডস’ বিভাগে মূর্তিটি রাখা হচ্ছেতাই বলিউডি ধরণের পোশাক হলেই ভালো। তাঁদের কথাই শেষ পর্যন্ত মেনে নিয়েছেনক্যাটরিনা। মূর্তিতে ক্যাটকে তার নিজেরই একটি গানের পোশাকেই দেখা যাবে।গানের পোশাক হিসেবে চিকনি চামেলির কস্টিউম মূর্তির পোশাক হতে চলেছে বলেশোনা যাচ্ছে। ক্যাটরিনার শৈশব কেটেছে লন্ডনে। এজন্য তুসোর মিউজিয়ামেস্থান পাওয়ায় খুবই উত্তেজিত তিনি। এ বিষয়ে তিনি জানিয়েছেনতাঁর বোনইসাবেলাযিনি এখনও লন্ডনেই থাকেনতিনিও খুব খুশি এতে।

Post a Comment

Disqus