
২০. শিক্ষক ছাত্রকে কী দেখিয়ে দিতে পারেন?
উত্তর: শিক্ষার পথ
২১. প্রমথ চৌধুরীর মতে কোথায় ছেলেদের বিদ্যা গেলানো হয়?
উত্তর: স্কুল-কলেজে
২২. লেখকের ভাষায় মুসলমান ধর্মে মানবজাতি কয় ভাগে বিভক্ত?
উত্তর: দুই ভাগে
২৩. সাহিত্য সাক্ষাৎভাবে কিসের কাজে লাগে না?
উত্তর: উদরপূর্তির কাজে
২৪. কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে কিসের দলে ফেলে দিই?
উত্তর: নিষ্কর্মার দলে
২৫. কিসের দাবি রক্ষা না করলে দেহ বাঁচে না?
উত্তর: উদরের দাবি
২৬. একমাত্র কিসের স্পর্শেই মানুষের
মন-প্রাণ সজীব-সতেজ ও সরাগ হয়ে ওঠে বলে
লেখক মনে করেন?
উত্তর: আনন্দের স্পর্শে
২৭. লেখকের মতে কী আমাদের নির্জীব করেছে?
উত্তর: আমাদের শিক্ষা
২৮. ‘উদ্বাহু’ শব্দের অর্থ কী?
উত্তর: ঊর্ধ্ববাহু বা আহ্লাদে হাত ওঠানো
২৯. লেখকের মতে দর্শনের চর্চা কোথায় করা যায়?
উত্তর: গুহায়
৩০. ‘বইপড়া’ প্রবন্ধে ডেমোক্রেসি
কিসের সার্থকতা বোঝে বলে উল্লেখ
করা হয়েছে?
উত্তর: অর্থের সার্থকতা
৩১. প্রমথ চৌধুরীর ভাষায় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কেমন?
উত্তর: উল্টো
৩২. ‘কারদানি’ শব্দের অর্থ কী?
উত্তর: বাহাদুরি
৩৩. ‘ভাঁড়েও ভবানী’ শব্দের অর্থ কী?
উত্তর: রিক্ততা
৩৪. কিসের দ্বারা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই-ই দূর হতে পারে?
উত্তর: শিক্ষার দ্বারা
৩৫. ‘বইপড়া’ প্রবন্ধটি কোথায় পঠিত
হয়েছিল?
উত্তর: একটি লাইব্রেরির বার্ষিক সভায়
৩৬. কিসের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য লেখক সাহিত্যচর্চা করা আবশ্যক মনে করেন?
উত্তর: প্রগতিশীল জগতের সঙ্গে
৩৭. কার নেতৃত্বে বাংলা সাহিত্যে গদ্যধারা সূচিত হয়?
উত্তর: প্রমথ চৌধুরীর
Post a Comment
Facebook Disqus