মামুন  /বর্তমান বার্তা ডট  কম/  শিক্ষা/ ১০ মার্চ ২০১৫/ গাইবান্ধার সুন্দরগঞ্জে সোনারায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবণ সঙ্কট থাকায় বিদ্যালয়ের পাঠদান চলছে মাঠে। সরেজমিনে দেখা গেছে, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঠের মধ্যে একটি উম্মুক্ত চালা ঘরে এবং তৃতীয় শ্রেণির বারান্দায় সিরির নিচে পড়াতে। পঞ্চম
শ্রেণির ছাত্রী, আরিফা আক্তার জানায়- রোদের মধ্যে খোলা আকাশের নিচে গরমে পড়তে আমাদের কষ্ট হয়, ধূলা-বালুতে জামা-কাপড় ময়লা হয়ে যায়। আর তৃতীয় শ্রেণির , মারুফুল ইসলাম বলে, এক ব্রেঞ্চে ৫ জন করে বসতে হয় সে জন্য লিখতে পারি না, আর সিরির নিচে অন্ধকার হওয়ায় বইয়ের লেখা দেখতে পাইনা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমজাদ খাঁন বলেন- এমন অবস্থায় ছাত্র-ছাত্রীর উপস্থিতি তুলনামুলক কমে গেছে, সেই সাথে ছেলে মেয়েরা লেখা-পড়ার প্রতি মনযোগ হারিয়ে ফেলছে। শিক্ষা অফিসার আনারুল ইসলাম বিষয়টি স্বীকার করে বলেন- আমি নতুন এসেছি, আগের অফিসারের কাছে আবেদন করেছে শুনেছি, বিষয়টি উর্ধ্বতন কর্মকতাকে জানানো হবে। সহঃ শিক্ষিকা আরিফা বেগম বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে ছেলে-মেয়েরা স্কুলে আসা বাদ দিবে, আর ছাত্র-ছাত্রীদের সাথে আমরাও বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার (ভারপাপ্ত) মুহাঃ রাশেদুল হক প্রধান জানান- বিষয়টি আমার জানা নাই, তবে এমন অবস্থা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, ১৯৮৪ ইং সালে চার কক্ষ বিশিষ্ট একটি ভবণ নির্মাণ করা হয়। পরে ভবণটি ঝুকিপূর্ণ হলে ২০১৩ সালে ওয়াশণে বিক্রির পর , পিডিবি-৩ এর আওতায় তিন কক্ষ বিশিষ্ট একটি ভবণ নির্মাণ করা হয়। প্রায় ৩শ শিক্ষার্থীর জন্য দুঁই শিফটে পাঠদান করার পরেও পর্যাপ্ত জায়গা না হওয়ায় বাধ্য হয়ে মাঠেই পড়াতে হচ্ছে। আরেক সহঃ শিক্ষিকা আশরাফিয়া বলেন, দূষিত পানি ও স্যানিটেশন ব্যবস্থা না থাকায় সমস্যা আরো প্রকট আকার ধারণ করছে। সর্বপরি শিক্ষক, অবিভাবক ও ছাত্র-ছাত্রীর দাবী দ্রুত শিক্ষার সুন্দর পরিবেশ ফিরিয়ে দিবে কর্তৃপক্ষ।

Post a Comment

Disqus