উড়ন্ত সূচনা করেও ফিরে গেলেন তামিম-ইমরুল

বর্তমান বার্তা ডট কম / ১৯ মার্চ ২০১৫ / ৩০৩ রানের বিশাল লক্ষ্য। এমনিতেই কোয়ার্টার ফা্ইনালের চাপ, তারওপর ভারতের মত শক্তিশালি দলের গড়া ৩০০ রানের বেশি স্কোর তাড়া করতে নামা। তবুও লড়াই শুরু করেছে বাংলাদেশ। তামিম তার মারমুখি ভঙ্গিমায় ইনিংস শুরু করেন। কিন্তু থাকতে পারলেন না বেশিক্ষন। দলীয় ৩৩ আর ব্যক্তিগত ২৫ রানে উমেশ যাদভের বলে আউট হন।
তামিমের পরে ফিরে গেলেন ইমরুলও। ভুল বুঝাবুঝির কারনে রান আউটের শিকার হন ইমরুল। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৩।


Post a Comment

Disqus