
বর্তমান বার্তা ডট কম / ১৯ মার্চ ২০১৫ / মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করে ৩০৩ টার্গেট দিলো ভারত। ৫০ ওভারে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩০২ রান।বাংলাদেশের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে টার্গেট দেয় ভারতীয় দল ।
বাংলাদেশের হয়ে বোলিং সূচনা করতে আসেন মাশরাফি বিন মর্তুজা। আর ভারতের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা। প্রথম ওভার থেকে ভারতীয় ওপেনাররা তুলে নেন ৮ রান। মাশরাফির অফ স্ট্যাম্পের বাইরে করা বলে চার মেরে শুরু করেন রোহিত শর্মা।
ইনিংসের ১৭তম ওভারে সাকিবের বল হয়ে সাজঘরে ফেরেন ধাওয়ান। মুশফিকের স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে ধাওয়ান আউট হওয়ার আগে করেন ৫০ বলে ৩০ রান। এরপর রুবেলের বলে মুশফিকের গ্লাভসবন্দি হয়ে ফেরেন ডেঞ্জারম্যান বিরাট কোহলি। সাজঘরে ফেরার আগে তিনি ৮ বলে করেন মাত্র ৩ রান।
শিখর ধাওয়ান আর বিরাট কোহলিকে হারানোর পর টাইগার বোলারদের সতর্ক থেকে মোকাবেলা করছিলেন রোহিত শর্মা এবং অজিঙ্কা রাহানে। তবে, ইনিংসের ২৮তম ওভারে তাসকিনের বলে সাকিবের অসাধারণ ক্যাচে সাজঘরের পথ ধরেন রাহানে। আউট হওয়ার আগে রাহানে করেন ৩৭ বলে ১৯ রান।
সুরেশ রায়নাকে ফেরান মাশরাফি। ইনিংসের ৪৪তম ওভারে মাশরাফির বল তুলে মারতে গিয়ে উইকেটের পিছনে মুশফিকের গ্লাভসবন্দি হন রায়না। আউট হওয়ার আগে তিনি ৫৭ বলে ৬৫ রান করেন। শেষে জাদেজার কল্যানে ৩০২ রান করে ভারত।
আইসিসি বিশ্বকাপ ২০১৫ ( দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল )
বাংলাদেশ বনাম ইন্ডিয়া
স্কোরঃ
খেলাঃ বাংলাদেশ বনাম ইন্ডিয়া
ভারতঃ ৩০২/৬ (ওভার ৫০),রোহিত শর্মা ১৩৭(১২৬), সুরেশ রায়না ৬৫(৫৭),
টার্গেটঃ ৩০৩
প্রতিপক্ষঃ বাংলাদেশ
Post a Comment
Facebook Disqus