আকাশ / বর্তমান বার্তা ডট কম / খেলা/ ১১ মার্চ ২০১৫ / বিশ্বকাপে জিতেই চলেছে ভারত। বিগ্রুপের ম্যাচেআয়ারল্যান্ডকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে ভারতীয়রা। আসরে এটা তাদের টানা পঞ্চম জয়।মঙ্গলবার হ্যামিল্টনে আগে ব্যাট করে ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৯করে আয়ারল্যান্ড। জবাবে শিখর ধাওয়ানের সেঞ্চুরিতে ৮ উইকেট ও ৭৯ বল হাতেরেখে সহজ জয় তুলে নেয় ভারত।২৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারতকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনারশিখর ধাওয়ান ও রোহিত শর্মা। উদ্বোধনী জুটিতে রেকর্ড ১৭৪ রানের জুটি গড়েন এদুজন। বিশ্বকাপেউদ্বোধনী জুটিতে এটাই ভারতের সর্বোচ্চ সংগ্রহ।৬৪ রান করেবিদায় নেন রোহিত শর্মা। তার ৬৬ বলের ইনিংসে ছিল ৩টি করে চার ও ছয়ের মার।  রোহিত বিদায় নিলেও আসরে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন শিখর ধাওয়ান।সেঞ্চুরির পরেই আউট হন এই বামহাতি ব্যাটসম্যান। ১১ চার ও ৫ ছক্কায় ৮৫ বলে১০০ রান করেন ধাওয়ান।এরপর তৃতীয় উইকেটে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের সহজ জয় নিশ্চিতকরেন বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে। ৪ চার ও এক ছক্কায় ৪৪ রানে অপরাজিতথাকেন কোহলি। রাহানে অপরাজিত ছিলেন ৩৩ রান করে। তার ২৮ বলের ইনিংসে ছিল ৪টিচারের মার।এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে বড় সংগ্রহের আশা জাগিয়েও এক ওভারবাকি থাকতে ২৫৯ রানে অলআউট হন আইরিশরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেননেইল ওব্রায়েন। দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ রান আসে অধিনায়ক উইলিয়ামপোর্টারফিল্ডের ব্যাট থেকে।ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনারউইলিয়াম পোর্টারফিল্ড ও পল স্টার্লিং। উদ্বোধনী জুটিতে মাত্র ১৫ ওভারে ৮৯রান সংগ্রহ করে স্টার্লিং বিদায় নেন। রবিচন্দ্রন অশ্বিনের বলে অজিঙ্কারাহানের হাতে ধরা পড়ার আগে ৪২ রান করেন স্টার্লিং। তার ৪১ বলের ইনিংসে ছিল৪টি চার ও ২টি ছক্কার মার।এরপর দ্রুতই এড জয়েসের উইকেট হারায় আয়ারল্যান্ড। দলীয় ৯২ রানে সুরেশরায়নার বলে বোল্ড হন জয়েস (২)। তবে তৃতীয় উইকেটে নেইল ওব্রায়েনের সঙ্গেজুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে নেওয়াপোর্টারফিল্ড।দলীয় ১৪৫ রানে মোহিত শর্মার বলে উমেশ যাদবের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেনপোর্টারফিল্ড। ৯৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৬৭ রান করেন তিনি।পোর্টারফিল্ড-নেইল ওব্রায়েন জুটিতে আসে ৫৩ রান।চতুর্থ উইকেটে অ্যান্ডি বালবিরনির সঙ্গে জুটিবেঁধে দলের স্কোর ২০০রানের কোটা পার করেন নেইল ওব্রায়েন। সেই সঙ্গে নেইল ওব্রায়েন ক্যারিয়ারের১৪তম ফিফটি তুলে নেন। দলীয় ২০৪ রানে অশ্বিনের বলে মোহাম্মদ সামির ক্যাচহয়ে বিদায় নেনবালবিরনি (২৪)। এ জুটিতে আসে ৬১ রান।  বালবিরনির বিদায়ের পর দ্রুতই কেভিনব্রায়েনের উইকেটহারায়আয়ারল্যান্ড।দলীয় ২০৮ রানেমোহাম্মদ সামির বলে মহেন্দ্র সিং ধোনিরগ্লাভসবন্দি হনকেভিনব্রায়েন (১)। দলীয় ২২২ রানে সাজঘরে ফেরেনগ্যারিউইলসন। রবীন্দ্র জাদেজার বলে রাহানের তালুবন্দি হওয়ার আগে ৬ রান করেন তিনি।এরপর স্কোরবোর্ডে ৪ রান জমা হতেই মোহাম্মদ সামির বলে বিদায় নেন একপ্রান্ত আগলে রাখা নেইল ওব্রায়েন। ৭৫ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৫ রান করেনতিনি। নেইল ওব্রায়েনের বিদায়ের এক বল পরেই রানআউটের শিকার হন স্টুয়ার্টথম্পসন। ফলে আয়ারল্যান্ডের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ২২৭ রান।দলীয় ২৩৮ রানে উমেশ যাদবের বলে ধোনির গ্লাভসবন্দি হন জর্জ ডকরেল (৬)।এরপর দশম উইকেটে অ্যালেক্স কুসাক ও জন মুনেইয়ের ব্যাটে স্কোর আড়াইশ পারকরে আয়ারল্যান্ড। তবে দলীয় ২৫৯ রানমোহাম্মদ সামির বলে কুসাক (১১) আউট হলেএক ওভার বাকি থাকতেই ইনিংস গুটিয়ে যায় আইরিশদের। ১২ রানে অপরাজিত থাকেন জনমুনেই।ভারতের পক্ষে ৪১ রানের বিনিময়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন পেসার মোহাম্মদসামি। এ ছাড়া স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে জমা পড়ে ২ উইকেট।

Post a Comment

Disqus