নীল / বর্তমান বার্তা ডট কম / বিনোদন/ ১১ মার্চ ২০১৫  /  প্রথমবারেরমতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন সালমান খান এবং দীপিকা পাড়ুকোন। আলী আব্বাসজাফরের সুলতানছবিতে তাদের একসঙ্গে কাজ করার কথা রয়েছে। জানা যায়, শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠ হবার কারণেই নাকি দীপিকা কখনও সালমানের সঙ্গে কাজকরতে রাজি হননি।
এর আগে তিনি এমন প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কিন্তু এবার আরসেটা হয়নি। সুলতানছবিতে তাদের একসঙ্গে কাজ করার খবরটি এবার চুড়ান্ত।এই ছবিতে প্রথমে ক্যাটরিনাকে নেওয়ার কথা হয়েছিল। কিন্তু পরিচালক দীপিকাকেইবেছে নেন। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, এইছবিতে সালমান খান বক্সারের ভূমিকায় অভিনয় করবেন।

Post a Comment

Disqus