ইন্দোনেশিয়ার এক মহিলারবাড়ি বিক্রির বিজ্ঞাপন এভাবেই দেওয়া হয়েছে। উইনা লিয়া নামে ওইমহিলার বাড়িটি বিক্রি করা হয়ে। রয়েছে লোভনীয় ছাড়ও। সেখানেই লেখা আছে, বাড়িটিতে মিলবে বাগান, গ্যারেজ ও একজন স্ত্রী। ৪০ বছরের ওই মহিলাকে নিয়েশোরগোল পড়ে গিয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর সাক্ষাৎকার নেওয়া হয়েছে।সেখানে তিনি স্পষ্টই জানিয়েছে, এই বিজ্ঞাপনে তাঁর কোনও আপত্তি নেই। এমনিতেওতিনি একজন স্বামী খুঁজছেন। ৬ একর জমির উপর তৈরি একটি বাড়ি। ২ টিবেডরুম, ২ টি বাথরুম রয়েছে। মহিলা জানিয়েছেন, তিনি যতবার প্রেমে পড়ছেন তাব্যর্থ হয়েছে। তাই এবার এরকম প্ল্যান বানিয়েছেন তিনি।
Post a Comment
Facebook Disqus