বর্তমান বার্তা ডট কম / আন্তর্জাতিক/ ১১ মার্চ ২০১৫  / পেস্টকিনলে ব্রাশ ফ্রি কিংবা মোবাইল কিনলে মেমরি কার্ড ফ্রি। এসব এখন পুরনো হয়েগিয়েছে। বিজ্ঞাপন হতে হবে সবার থেকে আলাদা। তাই বলে বাড়ি কিনলে আস্ত বউফ্রি !!! এটা বোধহয় আশাপ্রদ নয়। না কোনও অ্যাডফিল্ম নয়। বাস্তবিক এমন একটিবিজ্ঞাপনই এখন দৃষ্ট আকর্ষণ করছে সোশ্যাল মিডিয়ায়।
ইন্দোনেশিয়ার এক মহিলারবাড়ি বিক্রির বিজ্ঞাপন এভাবেই দেওয়া হয়েছে। উইনা লিয়া নামে ওইমহিলার বাড়িটি বিক্রি করা হয়ে। রয়েছে লোভনীয় ছাড়ও। সেখানেই লেখা আছে, বাড়িটিতে মিলবে বাগান, গ্যারেজ ও একজন স্ত্রী। ৪০ বছরের ওই মহিলাকে নিয়েশোরগোল পড়ে গিয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর সাক্ষাৎকার নেওয়া হয়েছে।সেখানে তিনি স্পষ্টই জানিয়েছে, এই বিজ্ঞাপনে তাঁর কোনও আপত্তি নেই। এমনিতেওতিনি একজন স্বামী খুঁজছেন। ৬ একর জমির উপর তৈরি একটি বাড়ি। ২ টিবেডরুম, ২ টি বাথরুম রয়েছে। মহিলা জানিয়েছেন, তিনি যতবার প্রেমে পড়ছেন তাব্যর্থ হয়েছে। তাই এবার এরকম প্ল্যান বানিয়েছেন তিনি।

Post a Comment

Disqus