বর্তমান বার্তা ডট কম / ২৩ মার্চ ২০১৫ / পানির আরেক নাম জীবন। চিরন্তন এ সত্যটি যেন বলিউড তারকা সানি লিওন মানিয়ে নিতে পারছেন না। পানি সম্প্রতি তার শত্রুতে পরিণত হয়েছে। ছবির দৃশ্যে পারফর্ম করার প্রয়োজনে বহুবার পানিতে অবস্থান করতে হয়েছে তাকে। অনেক ছবির অন্তরঙ্গ দৃশ্যেও পানিতেই দেখা গেছে এ তারকাকে। তবে কখনও কোনো বিপদ ঘটতে দেখা যায়নি। এবার তেমনটাঘটেছে। ‘এক পেহেলি লীলা’ ছবির শুটিং করতে পানিতে নামতে হয়েছিল সানিকে। নায়কের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অংশও নেন সেখানে। তবে ঠিক কি কারণে যেন রাজস্থানের সেই পানি তার গায়ে সয়নি। আকস্মিক অ্যালার্জির সংক্রমণ তার শরীরে ছড়িয়ে পড়ে মুহূর্তেই। এ নিয়ে ব্যাপক উৎকণ্ঠা সৃষ্টি হয় সবার মাঝে। সানি তো ভয়ে শেষ। কি হবে তার? অ্যালার্জির চুলকানি যেন সানিকে বিষিয়ে তুলেছিল তখন। তবে বসে ছিলেন না শুটিং ইউনিটের কেউই। ডাক্তার ডাকা হলো।
চিকিৎসাও চলছে এখন। শারীরিক অবস্থার উন্নতির খোঁজ-খবর না মিললেও শিগগিরই সুস্থ হয়ে উঠবেন সানি- এমন প্রত্যাশাই করছেন সবাই।
Post a Comment
Facebook Disqus