বর্তমান বার্তা ডট কম / ২৩ মার্চ ২০১৫ / জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল সম্প্রতি চালু করেছে তার অফিসিয়াল ওয়েবসাইট। এ তারকা ব্যক্তিত্বের ওয়েবসাইটের ঠিকানা হলো-
www.anantajalil.com। তার এ নতুন ঠিকানা ভিজিট করে অনন্ত সম্পর্কিত যাবতীয় তথ্য তার ভক্ত ও শুভাকাঙ্খীরা সংগ্রহ করতে পারবেন। এ অফিসিয়াল ওয়েবসাইটটি ডেভেলপ করেছে ‘লাইভ টেকনোলজিস লিমিটেড’।
&
যে কোন সিনেমার আপডেট খবর, সিনেমার ট্রেইলার, এজে ফাউন্ডেশনের যাবতীয় তথ্যসহ অনন্তর সোশ্যাল লিংক- ফেসবুক, টুইটার, লিংকড-ইন, গুগল প্লাস ও ইউটিউব একাউন্টের সঙ্গেও যুক্ত হতে পারবেন তার ভক্তরা।
Post a Comment
Facebook Disqus